এখানে আল্প খরচে নিম্নোক্ত সেবা সমূহ পাওয়া যায়
১। কম্পিউটার প্রশিক্ষণ ৩ মাস ৬ মাস মেয়াদী।
২। ডিজিটাল ক্যামেরা দ্বারা মডেলিং/রঙিন এবং সাদা কালো ছবি তোলা ও ডেলিভারী দেওয়া হয়।
৩। আধুনিক হিট মেশিনে ফটোকপি করা হয়।
৪। ইন্টারনেট ব্রাউজিং সহ ইমেইলে তথ্য আদান প্রদান,বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার ফলাফল প্রদর্শন ও সেগুলো প্রিন্ট এবং ভিপিও কন্ফারেন্স করা হয়।এখানে ইন্টারনেট হতে বিভিন্ন সরকারী ও বে সরকারী ফরম ডাউন লোড করে সরবরাহ করা হয়।
৫। কম্পিউটার কম্পোজ সহ বিভিন্ন অফিসিয়াল বায়োডাটা/চিঠি পত্র তৈরি ও নমুনা কপি প্রিন্ট করা হয় এবং প্রশ্ন পত্র তৈরি করা হয়।
৬। মিমোরীতে অডিও ভিডিও গান ও রিং টন ডাউন লোড করা হয়।
৭। এখানে অন লাইনে খতিয়ানের নকলের আবেদন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS